বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি মিলেছে: বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৯ মে, ২০২৪ ২৩:২০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তিসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।

রাজধানীর নয়াপল্টনে পূর্বঘোষিত শুক্রবারের সমাবেশ আয়োজনে মৌখিক অনুমতি মিলেছে বলে জানিয়েছে বিএনপি। তবে এই সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেয়া কিছু শর্ত মানতে হবে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তিসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। সমাবেশের জন্য আমরা মৌখিক অনুমতি পেয়েছি।’

এদিকে সমাবেশের অনুমতি প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা বাধা দেই না। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মসূচি করবে এটাই স্বাভাবিক।

‘তবে রাজনৈতিক কর্মসূচি থেকে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য আমরা কিছু শর্ত আরোপ করি। জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে বিএনপিকে বলা হয়েছে। শর্ত মানলে তাদের নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়া হতে পারে।’

শুক্রবারের এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

এদিকে সমাবেশ আয়োজনে পুলিশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার ডিএমপি’র অতিরিক্ত যুগ্ম কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির নেতারা।

প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

পরে আবদুস সালাম বলেন, ‘নয়াপল্টনে সমাবেশ আয়োজন নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। এ ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ। শুক্রবার ট্রাফিক সংক্রান্ত কোনো ইস্যু নেই। তাই আমরা প্রত্যাশা করছি, তাদের সহযোগিতা পাব।’

তিনি বলেন, ‘সমাবেশ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা শান্তিপূর্ণ উপায়ে সমাবেশ ও মিছিল করবো। মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নির্ধারিত সময়ে সমাবেশস্থলে অংশ নেবেন।

এর আগে ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কিন্তু ওই সময় রাজধানীসহ দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলার কারণে সমাবেশ স্থগিত করা হয়।

এ বিভাগের আরো খবর