রাজধানীর শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ ইউসুফ (৪৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।
বাঁশতলা এলাকায় বুধবার রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বৃহস্পতিবার ভোররাত পাঁচটার দিকে তাকে মৃত বলে জানান।
ইউসুফকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া একই গ্যারেজের রিকশাচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, রাতে মোহাম্মদ ইউসুফ রিকশা চালিয়ে যাওয়ার সময় শাহজাদপুরের বাঁশতলা এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও জানান, ইউসুফ শেরপুরের শ্রীবরদী থানার মোল্লাপাড়া গ্রামের প্রয়াত আবদুস সালামের ছেলে। রাজধানীর কালাচাঁদপুর এলাকায় রিকশার গ্যারেজে থাকতেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।