কক্সবাজারের চকরিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আলমের নেতৃত্বে চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহর ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার পৌর শহরে কাঁচাবাজার এলাকায় মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে হামলার এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মোহাম্মদ উল্লাহ দৈনিক মানবজমিন পত্রিকার চকরিয়া প্রতিনিধি। তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, হামলার একপর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। তার ব্যবহৃত দুটি ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানার ইন্সপেক্টর অরুপ কান্তি চৌধুরী ও অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকারসহ একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে ভিকটিম লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয় সাবেক এমপি জাফর আলমের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে ফোনে পাওয়া যায়নি।
এদিকে মোহাম্মদ উল্লাহর ওপর হামলার ঘটনায় একই দিন সন্ধ্যায় চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় প্রতিবাদ সভা হয় প্রেসক্লাব কার্যালয়ে।
সভায় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।