বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অভিযোগ নিষ্পতিতে ফটিকছড়ি উএনওর কার্যালয়ে গণশুনানী

  • ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি   
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৪০

ফটিকছড়িতে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের গণশুনানী কার্যক্রম। স্থানীয়দের মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসা কিংবা সমস্যা নিষ্পতিতে দ্রুত সমাধানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়টি এখন আশার প্রদীপ হয়ে উঠেছে।

সরকারি এমন উদ্যোগের সঠিক বাস্তবায়নের জন্য সর্বমহলের কাছে প্রশংসিত হচ্ছেন উপজেলা নিরাবাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ করে গেল বছরের ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর স্থানীয় জনপ্রতিনিধির একটি বড় অংশ কর্মস্থলে অনুপস্থিত থাকায় সৃষ্ট বিরোধের সমাধান চাইতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে ভুক্তভোগিদের।

মুলত এর পর থেকেই নির্বাহী অফিসারের গণশুনানী বিচার প্রার্থীদের কাছে আস্থার জায়গায় পরিণত হতে থাকে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জায়গা-জমি বিরোধ, চলাচলের পথ, কাবিনমার টাকা ও ব্যবসায়িক লেনদেনসহ বিভিন্ন অভিযোগ নিয়ে মাসে অন্তত অর্ধশতাধিক আবেদন জমা হয় এখানে। প্রতি বুধবার অগ্রাধিকার ভিত্তিতে ১৫ থেকে ২০টি অভিযোগ গণশুনানীতে ওঠে। এর আগে উভয় পক্ষকে নোটিশ দিয়ে তারিখ ও সময় জানিয়ে দেয়া হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এসব শুনানী অনুষ্টিত হয়। এতে বাদী-বিবাদী ছাড়াও উপস্থিত থাকেন উভয় পক্ষের প্রতিনিধিরা। বেশিরভাগ অভিযোগ প্রথম দফার বৈঠকে সমাধান হলেও কিছু অভিযোগ পরবর্তী শুনানীতে গিয়ে নিষ্পত্তি হয়।

গত বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভেতরে একটি শুনানী চলছে। বারান্দায় আরো বেশ কয়েকটি পক্ষ অপেক্ষামান। এসময় লেলাং ইউনিয়ন থেকে আসা মোবারক হোসেন বলেন প্রতিবেশীর তালাকের একটি বিষয় নিয়ে এসেছিলাম। ইউএনও মহোদয় উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। বিয়েটি যাতে ভেঙ্গে না যায়, সে জন্য আরো ভাবতে বলে শেষ করেছেন।

একই দিন পাইন্দং আশ্রয়ন প্রকল্প থেকে একত্র হয়ে উপস্থিত হন পাঁচ বোন। তাদের সাথে কথা হলে জানান ভাই- বোনের সম্পত্তির ভাগ নিয়ে বিরোধ চলছে।বিষয়টি ইউএনও মহোদয়কে জানানোর পর তিনি উভয় পক্ষকে ডেকেছেন।

উপজেলা নির্বাহী আফিসার মো. মোজাম্মেল হক চৌধুনী বলেন, গণশুনানী করা কেবিনেট ডিভিশনের সীদ্ধান্ত। বিভিন্ন অভিযোগের সমাধান চায়তে মানুষ আমার অফিসে আসে। অভিযেগের ভিত্তিতে উভয় পক্ষকে অফিসে ডেকে গণশুনানি করি

তিনি আরো বলেন সেসেঞ্জার-ওয়ার্টসাপে সাধারণ মানুষ নানাবিদ সমস্যার কথা আমাকে জানায়। এর মধ্যে যেগুলো তাৎক্ষণিক সমাধান যোগ্য সেগুলো সমাধান করে দিই। তবে যেসব অভিযোগ সময় নিয়ে করতে হবে, সেগুলো গণশুনানির মাধ্যমে সমাধানের চেষ্টা করি।

এ বিভাগের আরো খবর