বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাতির আক্রমণে কিশোরের মৃত্যু

  •    
  • ১ মে, ২০২৪ ১৩:২৪

রিজবীর প্রতিবেশী তারিক মঈন বলেন, ‘যতটুকু জানি হাতির আক্রমণে মৃত্যু হলে ভিকটিমের পরিবার একটি ক্ষতিপূরণ পায়। ছেলেটিকে তো ফিরে পাওয়া যাবে না। তার পরিবারকে যেন অর্থনৈতিক সাপোর্ট দেয়া হয়।’

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হাতির আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছে।

উপজেলার বৈলছড়ী ইউনিয়নের পূর্ব বৈলছড়ীর এক নম্বর গোদার পার সংলগ্ন লিচু বাগানে মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো সিবাগতুল্লাহ রিজবী (১৬) বৈলছড়ী কুলিন পাড়া এলাকার প্রয়াত তৈয়ব উল্লার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, রিজবী বিগত কয়েক মাস ধরে পূর্ব বৈলছড়ী ৩ নম্বর ওয়ার্ডের নুন্না পুকুর পাড় এলাকার বদি আলমের ছেলে মো. ছগিরের মুদির দোকানে চাকরি করছিল। বুধবার রাত ২টার দিকে লিচু বাগানে হাতি আসার খবর পেয়ে হাতি দেখতে গেলে সেটির আক্রমণে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়রা রিজবীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থা গুরুতর বিবেচনায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

রিজবীর মামাত ভাই সাংবাদিক মিজান বিন তাহের বলেন, ‘রাতে হাতির আক্রমণে আমার ভাই মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় সিএমসি হাসপাতালে প্রেরণ করা হলে সেখানকার তার মৃত্যু হয়।’

প্রতিবেশী তারিক মঈন বলেন, ‘ছেলেটা পরিবারকে সাপোর্ট করার জন্য একটি মুদির দোকানে চাকরি করত। যতটুকু জানি হাতির আক্রমণে মৃত্যু হলে ভিকটিমের পরিবার একটি ক্ষতিপূরণ পায়। ছেলেটিকে তো ফিরে পাওয়া যাবে না। তার পরিবারকে যেন অর্থনৈতিক সাপোর্ট দেয়া হয়।’

বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন জানান, এ বিষয়ে রেঞ্জ অফিসকে অবহিত করা হয়েছে।

কালীপুর রেঞ্জ কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের আবেদন করলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো খবর