বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাঁশখালীতে অসুস্থ হয়ে ব্যবসায়ীর মৃত্যু, লক্ষণ হিট স্ট্রোকের

  • প্রতিনিধি, আনোয়ারা ও বাঁশখালী (চট্টগ্রাম)   
  • ১ মে, ২০২৪ ১১:০১

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিয়াদ মোহাম্মদ মারজুক বলেন, ‘মো. কাদের মৃত্যুর আগে সুস্থ ছিলেন বলে জানা যায়, কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় তিনি অবচেতন ছিল, বলা যায় আগেই তার মৃত্যু হয়েছিল। আমরা ডেথ কনফার্ম করি। আমার ডিউটি অফিসারের বক্তব্য অনুযায়ী, হিট স্ট্রোকের লক্ষণ তার মধ্যে ছিল।’

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি হিট স্ট্রোকের লক্ষণ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

অসুস্থ অবস্থায় মঙ্গলবার বিকেলের দিকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

প্রাণ হারানো মো. কাদের (৪০) বাহারচরা ইউনিয়নের চাপাছড়ি গ্রামের চমদ চৌধুরী বাড়ির বাসিন্দা। তিনি ওই বাড়ির হারুনুর রশিদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরীতে ছোটখাটো ব্যবসা করতেন কাদের। বিকেল ৫টার দিকে বাড়ি ফেরার পথে বাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। গুনাগরিস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয় কাদেরকে। পথে জলদি পর্যন্ত পৌঁছাতেই তার সাড়াশব্দ বন্ধ হয়ে যায়। পরে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাদেরের স্ত্রীর বড় ভাই মো. আকতার বলেন, ‘প্রতিদিনের মতো আমার বোনের জামাই বাড়িতে আসছিল। তার মৃত্যুর সংবাদ আমাদের মাথার ওপর যেন সাত আসমান ভেঙে পড়ার মতো। ছোট ছোট তিনটা বাচ্চা তাদের বাবাকে হারাল আর আমার বোন হারাল স্বামী।’

প্রচণ্ড গরমে কাদের হিট স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করছে তার পরিবার।

স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর চৌধুরী বলেন, ‘কাদের একজন শান্তশিষ্ট ছেলে। তার এ মৃত্যু অপ্রত্যাশিত। হঠাৎ করে সবকিছু শেষ হয়ে গেল।’

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিয়াদ মোহাম্মদ মারজুক বলেন, ‘মো. কাদের মৃত্যুর আগে সুস্থ ছিলেন বলে জানা যায়, কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় তিনি অবচেতন ছিল, বলা যায় আগেই তার মৃত্যু হয়েছিল। আমরা ডেথ কনফার্ম করি। আমার ডিউটি অফিসারের বক্তব্য অনুযায়ী, হিট স্ট্রোকের লক্ষণ তার মধ্যে ছিল।’

এ বিভাগের আরো খবর