দেশজুড়ে তাপপ্রবাহের মধ্যেই রোববার থেকে সরকারি প্রাথমিক স্কুলগুলোতে শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম।
এমন বাস্তবতায় শিশু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুশফিকুর রহমান চালু করেছেন পানি ঘণ্টা।
এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি ক্লাস শেষ হওয়ার পর পানি পানের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, যে কারণে তাদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।
কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার বলেন, ‘সকাল থেকেই ক্লাস শুরু হয়েছে। প্রতি ৪৫ মিনিট পরপর আমাদের ক্লাস শেষ হয়। তারপর পানি ঘণ্টা দেয়া হয়।
‘সে সময় শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করে। পানি পান করার আগে ঘণ্টা পেটানো হয়। এটা পানি পানের ঘণ্টা।’
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা মুস্তাফা জানান, তিনি কুমিল্লা নগরের স্কুলগুলোতে খোঁজ নিয়েছেন। সকাল থেকে স্কুলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে পানি পানে বেশ উৎসাহ দেখা গেছে।
ডিসি মুশফিকুর রহমান বলেন, ‘তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীরা যেন অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য নির্দিষ্ট সময় পরপর পানি পানের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়েছি৷ সকাল থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খবর নিয়েছি।
‘কোমলমতি শিক্ষার্থীরা প্রতিবার ক্লাস শেষে পানি পান করছে। এতে শিক্ষার্থীরা ফুরফুরে আছে।’