বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিলল জেলের মরদেহ

  • প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)   
  • ২৮ এপ্রিল, ২০২৪ ১২:০১

বিল্লালের স্ত্রী খায়রুন নেসা লাকী জানান, শুক্রবার সন্ধ্যায় মাছ ধরার উদ্দেশে বাড়ি থেকে বের হন বিল্লাল। এরপর থেকে তার কোনো খবর ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পাওয়ায় তার সন্ধান পেতে শনিবার বিকেলে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়।

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের দুই দিন পর মেঘনা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মেঘনার মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা এলাকায় রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাণ হারানো বিল্লাল হোসেন (৩৫) একজন জেলে। তিনি উপজেলার ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা গ্রামের বাসিন্দা।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রোববার সকালে নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এর আগে নিখোঁজের ঘটনায় শনিবার বিকেলে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী খায়রুন নেসা লাকী।

বিল্লালের স্ত্রী খায়রুন নেসা লাকী জানান, শুক্রবার সন্ধ্যায় মাছ ধরার উদ্দেশে বাড়ি থেকে বের হন বিল্লাল। এরপর থেকে তার কোনো খবর ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পাওয়ায় তার সন্ধান পেতে শনিবার বিকেলে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর