নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ভোট কেন্দ্রে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চার প্লাটুন বিজিবি, প্রতিটি ভোট কেন্দ্রে আটজন পুলিশ সদস্য এবং ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ও কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
উপজেলার দুই ইউনিয়নে ১৮টি কেন্দ্রে রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ভোট কেন্দ্রে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চার প্লাটুন বিজিবি, প্রতিটি ভোট কেন্দ্রে আটজন পুলিশ সদস্য এবং ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া র্যাবের টিম এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্সসহ মোবাইল টিম হিসাবে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন।
দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সংরক্ষিত সদস্য ১৭ জন এবং সাধারণ সদস্যপদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।