বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অতি তীব্র দাবদাহ কমে তীব্র তাপদাহ চুয়াডাঙ্গায়

  • প্রতিনিধি, চুয়াডাঙ্গা   
  • ২২ এপ্রিল, ২০২৪ ১৬:০৯

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘চলমান তীব্র দাবদাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।’

গত এক সপ্তাহ থেকে অব্যাহত তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন, তবে আজ দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে অতি তীব্র দাবদাহ রূপ নিয়েছে তীব্র তাপদাহে।

জেলার সর্বোচ্চ তাপমাত্রা সোমবার বেলা ৩টায় রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার জেলার তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার জেলার তাপমাত্রা উঠেছিল সর্বোচ্চ ৪২.৩ ডিগ্রিতে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘চলমান তীব্র দাবদাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।’

সকাল থেকে সূর্যের চোখ রাঙানিতে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার জনপদ। দিনের মতোই থাকছে রাতের তাপমাত্রা। তীব্র তাপদাহে শান্তি নেই কোথাও। গরমে একটু স্বস্তি পেতে কেউ কেউ আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় দুর্বিষহ হয়ে পড়েছে এখানকার জনজীবন।

চুয়াডাঙ্গা পৌর এলাকার বাসিন্দা সুমন আলী বলেন, ‘কয়েকদিন তীব্র তাপ অনুভূত হচ্ছে। রাস্তায় বের হওয়ার উপায় নেই। ছাতা নিয়ে বের হলেও গরম থেকে নিস্তার নেই।’

এদিকে তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করছে জেলা ও উপজেলা প্রশাসন।

এ বিভাগের আরো খবর