ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান নিউজবাংলাকে জানান, দুপুর একটা ২০ মিনিটে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস। বাহিনীর ৯টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় দুইটা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার বস্তিতে সোমবার দুপুরে ধরা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বাহিনীর নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান নিউজবাংলাকে জানান, দুপুর একটা ২০ মিনিটে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস। বাহিনীর ৯টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় দুইটা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি জানিয়ে এ কর্মকর্তা আরও জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের পর এ বিষয়ে জানানো যাবে।