বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েল-ইরান যুদ্ধ চায় না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৪ এপ্রিল, ২০২৪ ২১:৩৭

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন বাংলাদেশের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা যেকোনো যুদ্ধবিগ্রহের বিরুদ্ধে। পৃথিবীতে শান্তি স্থাপিত হোক, সমস্ত যুদ্ধবিগ্রহ বন্ধ হোক। সেটি আমরা চাই এবং গাজায় যে নির্বিচারে নারী ও শিশুদের, সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, সেটি অবিলম্বে বন্ধ হোক, সেটি আমরা চাই।’

ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ দেশ দুটিকে যুদ্ধে লিপ্ত দেখতে চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোববার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডার নিহত হন। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে দেশটিতে শনিবার রাতভর পাল্টা হামলা চালায় ইরান।

মধ্যপ্রাচ্যের সামরিকভাবে শক্তিশালী দুই দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান কী হবে, সে বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন বাংলাদেশের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা যেকোনো যুদ্ধবিগ্রহের বিরুদ্ধে। পৃথিবীতে শান্তি স্থাপিত হোক, সমস্ত যুদ্ধবিগ্রহ বন্ধ হোক। সেটি আমরা চাই এবং গাজায় যে নির্বিচারে নারী ও শিশুদের, সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, সেটি অবিলম্বে বন্ধ হোক, সেটি আমরা চাই, তবে ইসরায়েল সিরিয়াতে ইরানের দূতাবাসে আক্রমণ করার প্রেক্ষিতে ইরান এই আক্রমণ করার সুযোগটি পেয়েছে। অন্যথায় হয়তো এই আক্রমণটা হতো না।

‘ইরানের বক্তব্য তাই। তারা রিটেলিয়েট (প্রতিশোধ) করেছে, তবে আমরা চাই সমস্ত যুদ্ধবিগ্রহ পৃথিবীতে বন্ধ হোক এবং যে রাষ্ট্রগুলো ভূমিকা রাখতে পারে, আমরা আশা করব তারা যথাযথ ভূমিকা রাখবে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে টেনশন তৈরি হয়েছে, সেটিকে নিরসন করবে এবং একই সাথে গাজায় যে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে সেটি অবিলম্বে বন্ধ করার জন্য অঙ্গীকার আনবে।’

এ বিভাগের আরো খবর