দেশের দুটি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে, আর বাকি বিভাগের আকাশা থাকবে মেঘলা।
পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এতে বলা হয়, পাবনা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী দু-তিন দিন আবহাওয়া প্রায় একই রকম থাকবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চম দিনের মাথায় বৃষ্টি হতে পারে।