দেশের আকাশে কোথাও হিজরি ১৪৪৫ সালের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
এর আগে শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে মাগরিবের নামাজের পর বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি।
বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪৫ হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে, অদ্য ২৯ রমজান, ১৪৪৫ হিজরি, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
‘এমতাবস্থায় আগামী ২৭ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ এপ্রিল, ২০২৪ রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ২৮ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার থেকে ১৪৪৫ হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে প্রেক্ষিতে আগামী পহেলা শাওয়াল ১৪৪৫, ২৮ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ এপ্রিল, ২০২৪ তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশাল্লাহ।’