ডিসি কামরুল আহসান তালুকদার বলেন, ‘ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের নানা উদ্যোগের একটি ৬০০ টাকায় গরুর মাংস, ১০০ টাকায় ১১টি ডিম এবং ৬০ টাকায় এক লিটার দুধ।’
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে রোববার সকাল ১০টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের ডিসি কামরুল আহসান তালুকদার।
ওই সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের ফরিদপুর শাখার সভাপতি মীর কাশেম আলী উপস্থিত ছিলেন।
এ কার্যক্রম চলবে ২৯ রমজান তথা মঙ্গলবার পর্যন্ত।
ডিসি কামরুল আহসান তালুকদার বলেন, ‘ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের নানা উদ্যোগের একটি ৬০০ টাকায় গরুর মাংস, ১০০ টাকায় ১১টি ডিম এবং ৬০ টাকায় এক লিটার দুধ।’