বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সৈয়দপুরের আকাঙ্ক্ষিত ডা. সামসুল হক সড়কের নির্মাণ কাজ শুরু

  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি   
  • ১৮ অক্টোবর, ২০২৫ ২১:১৮

নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরের শহিদ ডা. সামসুল হক সড়কটি দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। এবড়ো-থেবড়ো খানা-খন্দে ভরপুর থাকার কারণে ছোট যানবাহনতো দূরে থাক সাধারণ পথচারীরাও চলতে চাইতেন না। একটুখানি বৃষ্টি হলেই রাস্তায় জমে যেত পানি। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সৃষ্টি হত জলজট। এমন অবস্থা বিরাজ করায় ওই সড়কের দুপাড়ে গড়ে ওঠা ব্যবসায়ীদের দোকানে ক্রেতারা যেতেন না কেনাকাটা করতে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ মাড়াতে চাইতেন না ওই পথ। ফলে ব্যবসায়ীরা সারাবছর জুড়ে টানাপোড়েনে দিন কাটাতেন। বছরব্যাপি শুনতে হতো তাদের দুঃখের কথা।

নতুন করে রাস্তাটি নির্মাণ শুরু হওয়ায় এই সড়কের ব্যবসায়ীরা এখন আছেন বেশ ফুরফুরে মেজাজে। ১ হাজার ৮০০ ফুট (৫৯০ মিটার) লম্বা সড়কটি নির্মাণে দুভাগে বিভক্ত করে নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৪৬০ ফুট (১৫০ মিটার) করা হচ্ছে আর সিসি ঢালাই। রাস্তার এই অংশটিতে পানি জমে থাকে। যার জন্য কার্পেটিংয়ের সড়ক নির্মাণ করা হলে আয়ুষ্কাল হত কম। কিন্তু আরসিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তা করায় স্থায়িত্ব হবে অনেক বছর। অবশিষ্ট সড়কটির তথা ১ হাজার ৩১০ ফুট (৪৪০ মিটার) বিটুমিন দিয়ে করা হচ্ছে কার্পেটিং। সব মিলে ব্যয় হচ্ছে ১ কোটি ২০ লাখ টাকা। কাজটি করছে এসএম সাইফুল্লাহ রুবেলের মালিকানাধীন সাইকী বিল্ডার্স।

ব্যবসায়ী আব্দুল্লাহ, এহসান, শহিদুল, আকবর ও শাহিনের সঙ্গে। তারা বলেন অনেকদিন পর এ সড়কটি নির্মাণ হওয়ায় আমরা পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। তারা আমাদের দাবি বিবেচনা করেছে। সড়কের নির্মাণ কাজের সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন সহকারি প্রকৌশলী আব্দুল খালেক ও উপসহকারি প্রকৌশলী কামরুল ইসলাম। তারা বলেন, জনগণের টাকার কোনো অপচয় যাতে না হয় সেই দায়িত্ববোধ নিয়েই কাজের মান রক্ষায় আমরা পৌর কর্তৃপক্ষের পক্ষে দেখভাল করছি।

এ বিভাগের আরো খবর