ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুতের খুঁটিতে বাইকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে।
উপজেলার লক্ষ্মীকুড়া বাজার এলাকায় শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুইজন হলেন কুড়িগ্রামের রৌমারির ২৮ বছর বয়সী সাইদুর রহমান ও তার ২২ বছর বয়সী স্ত্রী সোনিয়া আক্তার। সাইদুর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে হালুয়াঘাট থানার ওসি মো. মাহবুবুল বলেন, ‘ভোরে ঈদের ছুটিতে সাইদুর তার স্ত্রীকে বাইকে নিয়ে ঈশ্বরগঞ্জ থেকে নিজ বাড়ি কুড়িগ্রামের রৌমারিতে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে হালুয়াঘাটের লক্ষ্মীকুড়া বাজার এলাকা পর্যন্ত আসতেই বিদ্যুতের খুঁটির সঙ্গে দ্রুত গতির বাইকটি ধাক্কা লাগে।
‘এতে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান সাইদুর। পরে আশপাশের লোকজন সোনিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত বলে জানান চিকিৎসক।’
নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলেও জানিয়েছেন ওসি মাহবুবুল হক।