বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অটোরিকশায় পিকআপের ধাক্কায় স্ত্রী সন্তান নিহত, আহত পাবিপ্রবি অধ্যাপক

  • প্রতিনিধি, নওগাঁ    
  • ৫ এপ্রিল, ২০২৪ ১০:০১

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার জন্য ফিরোজ আলী সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করেন। সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর মান্দা এলাকায় আসলে একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে যায় এবং ঘটনাস্থলে ফিরোজের ছয় মাসের ছেলে মারা যায়।

নওগাঁয় সিএনজি চালিত অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সহকারী অধ্যাপকের স্ত্রী ও সন্তান নিহত হয়েছেন।

রাজশাহী থেকে গ্রামের বাড়ি নওগাঁ যাওয়ার পথে মান্দ উপজেলার বিজয়পুর নামক স্থানে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত পাবিপ্রবি শিক্ষক ফিরোজ আলী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। ঘটনাস্থলে মারা যায় তার ছয় মাস বয়সী ছেলে ও বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান ফিরোজের স্ত্রী রেশমা আক্তার।

ফিরোজ আলীর গ্রামের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার চকগোছাই গ্রামে।

একই সময় অটোরিকশায় থাকা ফিরোজের হাত এবং তার সাত বছর বয়সী মেয়ের হাত-পা ভেঙে যায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার জন্য ফিরোজ আলী সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করেন। সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর মান্দা এলাকায় আসলে একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে যায় এবং ঘটনাস্থলে ফিরোজের ছয় মাসের ছেলে ফারাবী মারা যায়।

এ ছাড়া তার সাত বছর বয়সী মেয়ের হাত ও পা ভেঙে যায় এবং ফিরোজ আলীর হাত ভাঙে। এ সময় ফিরোজ আলীর স্ত্রী রেশমা আক্তার গুরুতর আহত হলে তাকে রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। রাত ৯টার দিকে আইসিইউতে থাকা অবস্থায় তার স্ত্রী মারা যান।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ‘নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়া হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশুটির মা রেশমা আক্তার। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ফিরোজ আলী। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর