রাষ্ট্র ক্ষমতায় যেতে নয় বরং জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে আন্দোলন করছিনা। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। আর এ আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবো। আমাদের আন্দোলনে গোটা বিশ্ব সমর্থন করছে।
তিনি বলেন, আজকে বাংলাদেশ একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়েছে। একটা ভয়ঙ্কর দানব নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বছরের পর বছর রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে জনগণের যে আকাঙক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেটা দমন করেছে।
মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন গত ২৮ অক্টোর যে স্বপ্ন নিয়ে দেশের জনগণ ঢাকা গিয়েছিলেন সেদিন তারা রাষ্ট্র যন্ত্র আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে আমাদের আন্দোলন নস্যাৎ করতে গুলি চালিয়েছে। তারা গত কয়েক বছরে অসংখ্য মানুষকে হত্যা করেছে। প্রায় ৬০ লাখ মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। কিন্তু আমাদের আন্দোলন তারা নস্যাৎ করতে পারেনি। যার প্রমাণ আপনারা আবারও একত্রিত হয়েছেন।
তিনি বলেন, ১৯৭৫ সালে তারা বাকশাল প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এখন তারা আবারও ভিন্ন কৌশলে ছদ্মবেশে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এই অবৈধ সরকার যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমত্য় যায়নি তাদের যদি আরও ক্ষমতায় থাাতে দেয়া যায় তাহলে এ দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।