রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় পড়ে এক শিশু নিহত হয়েছে, বাসে বাসে হকারি করে পরিবারের খরচ চালাতো সে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ দিকে গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে সামনে থেকে একটি ও পেছনে থেকে আরেকটি বাস চাপা দিয়ে আটকে ফেলে শিশুটিকে।
পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ৮ বছর বয়সী মোহাম্মদ সুমন পেশায় হকার ছিল। বাসে বাসে জিনিসপত্র বিক্রি করতো সে। শেরপুর জেলার নকলা থানার ফাইসা গ্রামের আব্দুস সামাদের ছেলে সুমন স্টেডিয়াম এলাকায় ভাসমান হিসেবে পরিবারের সঙ্গে বসবাস করত।
শিশুটিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) অতিস কুমার বিশ্বাস নিউজবাংলাকে এসব তথ্য দিয়েছেন। তিনি বলেন, বিকেলের দিকে আহাদ পুলিশ বক্স সংলগ্ন মসজিদের সামনে একটি বিআরটিসি বাস পেছনের দিকে ব্যাক করার সময় ওই বাস ও পেছনের দিক থেকে আসা আরেকটি বাসের মাঝে শিশুটি চাপা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এসআই বলেন, পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।