চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে।
বেলা ১১টা ও সাড়ে ১১টার দিকে এ দুই দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলো দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের আবদুল বারেকের ছেলে ইব্রাহিম হোসেন (৯) ও সিরাজগঞ্জ জেলার শ্রীবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে ইমরান খান (৩০)। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বেলা ১১টার দিকে বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি ইজিবাইক শিশু ইব্রাহিম হোসেনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে জানান।
অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পুরাতন বাজারে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ইমরান খান গুরুতর আহত হন। স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে জানান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।