ময়মনসিংহের তারাকান্দায় জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার গালাগাঁও ইউনিয়নের চরপাড়া গ্রামের সরকারপাড়া এলাকায় বুধবার সকাল ৯টার দিকে প্রতিবেশীর সঙ্গে মারামারি হয়।
প্রাণ হারানো ৪২ বছর বয়সী শিপুল সরকার উপজেলার গালাগাঁও ইউনিয়নের চরপাড়া গ্রামের সরকারপাড়া এলাকার প্রয়াত জসিম উদ্দিনের ছেলে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে বুধবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী বিষয়টি নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারপাড়া এলাকার কৃষক শিপুল সরকার ও সাতাব উদ্দিন ওরফে সাতু সরকার প্রতিবেশীর সঙ্গে বুধবার সকাল ৯টার দিকে ধানের জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মারামারি হয়।
‘এ সময় শিপুল সরকারকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরিবারের লোকজন শিপুলকে উদ্ধার করে মমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে চিকিৎসক তাকে দুপুর দেড়টার দিকে মৃত বলে জানান।’
ওসি আরও বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সাতু সরকার, ওয়াসিম ও ঝিনুক নামে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।’