বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে সিরাজগঞ্জে এক শ্রমিক নিহত

  • প্রতিনিধি, সিরাজগঞ্জ   
  • ২ এপ্রিল, ২০২৪ ১৯:৪৬

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, ইকোনোমিক জোনের ভেতরে নির্মাণাধীন একটি সেতুর ৩টি গার্ডার ধসে পড়েছে। সেখানে তিনজন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে দুজনকে স্থানীয়রা জীবিত উদ্ধার করেন।

সিরাজগঞ্জে ক্রেন দিয়ে সরানোর সময় নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙ্গে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় গার্ডারের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টার পর মরদেহটি উদ্ধার করে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় শিমুল পঞ্চসোনা এলাকায় নির্মাণাধীন বেসরকারি ইকোনোমিক জোনের ভেতরে এ ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিকের নাম জুবায়ের হোসেন। ৩২ বছর বয়সী জুবায়ের সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদুর রহমান মণ্ডলের ছেলে।

এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, ইকোনোমিক জোনের ভেতরে নির্মাণাধীন একটি সেতুর ৩টি গার্ডার ধসে পড়েছে। সেখানে তিনজন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে দুজনকে স্থানীয়রা উদ্ধার করেন। পরে গার্ডারের নিচে চাপা পড়া শ্রমিক জুবায়েরের মরদেহ উদ্ধার করা হয়।

ইকোনোমিক জোনের ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন বলেন, ‘যমুনা নদীর ক্যানেলে প্রায় একশ কোটি টাকা ব্যয়ে ২০৩ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হচ্ছিল। এটি বাস্তবায়ন করছে প্রাণ আরএফএল গ্রুপের ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল। নির্মাণকাজ চলা অবস্থায় সেতুটির একটি গার্ডার কাত হয়ে ধসে যায়। সম্পূর্ণ বালির ওপর সেতুটি নির্মাণ এবং বিশাল ইকুইপমেন্টের ঘর্ষণে গার্ডারটি কাত হয়ে ধসে পড়ে।’

এ বিভাগের আরো খবর