মাদারীপুরের কালকিনিতে বোরকা পরিহিত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর এলাকার একটি লিচু থেকে সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের সূত্রে জানা যায়, সকালে ঘাস ও লতাপাতা দিয়ে ঢাকা বোরকা পরিহিত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বোরকা খুলে দেখে এক যুবকের মরদেহ। তবে, যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মাদারীপুরের কালকিনি থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে যুবককে হত্যা করে তার মরদেহটি ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।’