বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিরাজগঞ্জে খালাস হচ্ছে ভারতীয় ১৬৫০ টন পেঁয়াজ

  • প্রতিনিধি, সিরাজগঞ্জ    
  • ১ এপ্রিল, ২০২৪ ১০:৪৮

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের সঙ্গে আমদানির চুক্তিকৃত ৫০ হাজার টন পেঁয়াজের প্রথম চালান এটি।

ভারত থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানিকৃত ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) এক হাজার ৬৫০ টন পেঁয়াজ সিরাজগঞ্জ এসে পৌঁছেছে।

ভারত থেকে পেঁয়াজবাহী একটি ট্রেন রোববার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা থেকে ছেড়ে সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে সোমবার সকাল সাড়ে ৬টায় এসে পৌঁছায়।

সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে সকাল ৯টার দিকে দেখা যায়, ট্রেন থেকে খালাস করা হচ্ছে ভারত থেকে আমদানি করা টিসিবির পেঁয়াজ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে এ পেঁয়াজ।

৪২টি ওয়াগনে চুয়াডাঙ্গার দর্শনা হয়ে সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে পৌঁছায় পেঁয়াজবাহী ট্রেনটি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের সঙ্গে আমদানির চুক্তিকৃত ৫০ হাজার টন পেঁয়াজের প্রথম চালান এটি।

টিসিবির যুগ্ম পরিচালক বগুড়া অঞ্চলের প্রতাপ কুমার জানান, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের এক হাজার ৬৫০ টনের প্রথম চালানটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের নিকট হস্তান্তর করা হচ্ছে। সোমবার ঢাকার ১০০টি ডিলারের কাছে এক হাজার টন পেঁয়াজ হস্তান্তর হবে এবং বাকি ৬৫০ টন পেঁয়াজ চট্টগ্রাম ও গাজিপুরের ডিলারদের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর হবে।

হস্তান্তর করা এ পেঁয়াজ খোলা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর