গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে এই ব্যক্তির মৃত্যুতে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৬ জনে পৌঁছাল।
সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম লালন মিয়া (২৪ ) । তার বাড়ি সিরাজগঞ্জে।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, লালনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এ পর্যন্ত ১৬ জন মারা গেছেন। বর্তমানে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
লালনের মামা শ্বশুর মো. আল আমিন জানান, লালনের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার চরগিরিস গ্রামে। কালিয়াকৈর তেলিরচালা এলাকায় স্ত্রী সাবিনা খাতুন ও ১ মাস বয়সী মেয়েকে নিয়ে থাকতেন। তিনি পোশাক শ্রমিক ছিলেন। এই ঘটনায় লালনের নানি শাশুড়ি কমলা খাতুন মারা গেছেন।
গত ১৩ মার্চ বিকেলে কালিয়াকৈর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হন ৩২ জন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসা হলে ৩২ জনকে ভর্তি রাখা হয়।