ফরিদপুরে থ্রি জেড ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে একজন চিকিৎসকের উদ্যোগে অপেক্ষাকৃত কম দামে গরুর মাংস, তরমুজ ও আনারস বিক্রি করা হচ্ছে।
ফরিদপুর প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে এ চিকিৎসকের উদ্যোগে তরমুজ ও আনারস বিক্রি শুরু হয়।
এর আগে তার উদ্যোগে ৫০০ টাকা কেজিতে বিক্রি হয় গরুর মাংস।
ফরিদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে দেখা যায়, সেখানে পাঁচ থেকে ছয় কেজি ওজনের বড় তরমুজ বিক্রি হয় ২০০ টাকায়। আর ছোট থেকে বড় আকারের তরমুজ বিক্রি হয় ৫০ থেকে ১০০ টাকায়। অন্যদিকে প্রতিটি আনারস বিক্রি হয় ৩০ টাকায়।
জেলায় রমজানে মাংস ও ফল কম দামে বিক্রির উদ্যোগ নিয়েছেন ডা. নাহিদ-উল-হক। পেশায় তিনি হরমোন ও অ্যান্ড্রক্রোলজিস্ট চিকিৎসক।
এ বিষয়ে এক ক্রেতা বলেন, ‘এবারের রোজার এই ১১ দিনে এসে এই প্রথম পরিবারের জন্য একটি তরমুজ কিনছি। কম আয়ের মানুষ এতে ইফতারে পরিবারের মানুষের মুখে একটু তরমুজ তুলে দেয়ার সুযোগ পেল।’
এর আগে এ চিকিৎসক রমজান উপলক্ষে ৫০০ টাকায় গরুর মাংস বিক্রি করেন। এক সপ্তাহ আগে শুরু হওয়া এ কর্মসূচি এখনও চলছে।
শহরের লক্ষ্মীপুর মহল্লার ঈদগাহে শুক্রবার পাঁচটি দেশি গরু জবাই করে সেগুলোর মাংস ৫০০ টাকা কেজিতে বিক্রি করেন। এর পাশাপাশি শুক্রবার থেকে তিনি কম দামে তরমুজ ও আনারস বিক্রি শুরু করেন।
জানতে চাইলে ডা. নাহিদ-উল- হক বলেন, ‘ফরিদপুরের সাধারণ মানুষের জন্য কিছু করার আগ্রহ থেকেই থ্রি জেড ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়। সাধারণ মানুষ কম দামে এভাবে গরু কিনতে পেরে অনেক খুশি।
‘তাদের দাবি, এ উদ্যোগ যেন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রয়োজনে সামর্থবানরা এ কাজে যেন এগিয়ে আসে।’