ফায়ার সার্ভিস জানায়, গুদামটিতে শুক্রবার রাত সাড়ে তিনটায় আগুন ধরার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিনটা ৩৫ মিনিটে। আটটি ইউনিটের চেষ্টায় শনিবার সকাল ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় শুক্রবার গভীর রাতে রাসায়নিকের গুদামে ধরা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বাহিনীর মিডিয়া সেল জানায়, গুদামটিতে শুক্রবার রাত সাড়ে তিনটায় আগুন ধরার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিনটা ৩৫ মিনিটে। আটটি ইউনিটের চেষ্টায় শনিবার সকাল ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ আগুনে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি ফায়ার সার্ভিস।