রাজধানীর ওয়ারীতে হানিফ ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকের এ দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নেয়া হয়। সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনুমানিক ৫০ বছর বয়সী ওই সিএনজি চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পথচারী মোহাম্মদ সৌরভ বলেন, রাতে ওয়ারীতে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলাম দ্রুতগামী একটি গাড়ি সিএনজিটিকে ধাক্কা দেয়। কোন গাড়ি সিএনজিকে ধাক্কা দেয় সেটা লক্ষ্য করতে পারিনি। পরে সিএনজি চালককে উদ্ধার হাসপোতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।