গোপালগঞ্জের মুকসুদপুরে একটি যাত্রীবাস বাস বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন।
বুধবার সকাল ১০টারর দিকের এ দুর্ঘটনায় গুরুতর আহত তিনযাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর বাসসের
মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানিয়েছেন, বরিশাল থেকে ঢাকাগামী গ্লোবাল পরিবহনটি ফরিদপুর-বরিশাল মহাসড়কে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া ড়োমরাকান্দি নামক স্থানে ঢাকা থেকে টেকেরহাটগামী একটি মাইক্রোবাসকে চাপা দেয়।
তিনি জানান, এতে মাইক্রোবাসের ড্রাইভার ও চারজন নারীসহ পাঁচজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঢাকা পল্লবী এলাকার সালমা জামান (৩৫)।
মুকসুদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে বলে ভাংগা হাইওয়ে পুলিশের এসআই নোমান ও মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।