বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গজারিয়া সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • প্রতিনিধি, মুন্সীগঞ্জ   
  • ১৬ মার্চ, ২০২৪ ১৫:৪২

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ বলেন, ‘আগামী দু একদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। বৈধ গ্রাহকরা শিগগিরই গ্যাস পাবেন। গত দুই থেকে আড়াই বছর যাবত ধারাবাহিকভাবে আমাদের অভিযান চলছে।’

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কয়েক মাস টানা অভিযানে সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

উপজেলার গজারিয়ায় শনিবার দুপুরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম আবদুল্লাহ-আল-মামুন এ অভিযান পরিচালনা করেন।

এর আগে অবৈধ গ্রাহকের সংখ্যা বেশি হওয়ায় ২৫ ফেব্রুয়ারি থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে রেখেছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বাউশিয়া পুরাতন ফেরি ঘাট এলাকায় শনিবার সকাল ১১টার দিকে কাজী ফার্মস লিমিটেড সংলগ্ন অবৈধ একটি ঢালাই লোহা কারখানাসহ বাউশিয়া ও ভবেরচর বাজারে অভিযান চালিয়ে কয়েক কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ শনিবার দুপুরে এ অভিযানে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘আগামী দু একদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। বৈধ গ্রাহকরা শিগগিরই গ্যাস পাবেন। গত দুই থেকে আড়াই বছর যাবত ধারাবাহিকভাবে আমাদের অভিযান চলছে। এই গজারিয়া এলাকাটা খুবই সাংঘাতিক। কয়েকবার আমরা চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এ এলাকার লোকজন উত্তেজিত হয়ে রাস্তাঘাট বন্ধ করে দেয়।’

হারুনুর রশীদ আরও বলেন, ‘আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কাজ করে যাচ্ছি আশা করি আমরা সফল হব। আগামীতে কেউ যাতে অবৈধ সংযোগ না নিতে পারে সে জন্য আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।

‘এ ছাড়াও গজারিয়া উপজেলার গত ২০ দিন ধরে অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখায় বৈধ গ্রাহকদের কিছুটা ভোগান্তি হয়। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’

এ বিভাগের আরো খবর