বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আড়াই ঘণ্টা পর হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৪ মার্চ, ২০২৪ ২১:১৮

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে লাগা এ আগুন রাত ৮টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকার ‘রাজ কমপ্লেক্স’ নামের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় থাকা কার্পেট গুদামে লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও তা পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে লাগা এ আগুন রাত ৮টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

আগুন লাগার খবর পেয়ে তা নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করলেও পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও তিনটি ইউনিট। তবে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ায় পরবর্তীতে ফায়ার সার্ভিসের সাত ইউনিটের পাশাপাশি নৌবাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

সবার সম্মিলিত চেষ্টায় আড়াই ঘণ্টা পর রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক বলেন, ‘ঘটনার পরপর ভবনের ছাদে আশ্রয় নেয়া চারজনকে উদ্ধার করা হয়েছে। দোতলায় কার্পেটের গুদামে আগুন লাগে। সেখানে কোনো জানালা না থাকায় দেয়াল ভাঙতে হয়েছে।’

আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নিভতে সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর