বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে যোগ দিল নৌবাহিনী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৪ মার্চ, ২০২৪ ২১:০০

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে লাগা এ আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করলেও পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও তিনটি ইউনিট। তবে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ায় ফায়ার সার্ভিসের সাত ইউনিটের পাশাপাশি নৌবাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় অবস্থিত রাজ কমপ্লেক্স নামের ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে লাগা এ আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করলেও পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও তিনটি ইউনিট।

তবে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ায় ফায়ার সার্ভিসের সাত ইউনিটের পাশাপাশি নৌবাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে নৌবাহিনীর অগ্নিনির্বাপণে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাত পৌনে আটটার দিকে নৌবাহিনীর ফায়ারম্যান শামীমও বিষয়টি নিশ্চিত করেছেন।

ভবনের ভেতরের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভেতরের কী অবস্থা, এখনও বলা যাচ্ছে না। আগুন দেখা না গেলেও ধোঁয়া বের হচ্ছে।’

আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সাার্ভিস। ছবি: নিউজবাংলা

উদ্ধার তৎপরতা চালাতে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা অক্সিজেন মাস্ক ও অগ্নিনির্বাপণ কস্টিউম পরে ভেতরে প্রবেশ করেছেন। এর মাঝে বেশ কয়েক বস্তা বালুও ভেতরে প্রবেশ করানো হয়েছে। মূলত, আগুনের পরিমাণ কমিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য এসব বালু ভেতরে নেয়া হয়েছে।

ভবনটির ভেতরে কার্পেট ও কাপড়ের গোডাউন ছিল বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ভবন সংশ্লিষ্টদের কাছ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর