লালমনিরহাট সদরে ফেরদৌস আহমেদ নামের এক স্বেচ্ছাসেবক দল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে আলুর ক্ষেত থেকে সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
ফেরদৌস সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ফেরদৌস রোববার সকালে বিএনপির কর্মসূচিতে অংশ নেয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। বিকেলের পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। সোমবার সকাল সাতটার দিকে স্থানীয়দের খবরে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, ‘নিহতের শরীরে দৃশ্যমান আঘাতের বড় কোনো চিহ্ন পাওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে আসলে কীভাবে মারা গেল। আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপও প্রক্রিয়াধীন রেখেছি।’