সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০২৪-২৫ সেশনের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হচ্ছে বৃহস্পতিবার।
দুই দিনব্যাপী এ নির্বাচন বুধবার শুরু হয়। প্রথম দিনে ভোট দিয়েছেন তিন হাজার ২৬১ জন আইনজীবী।
নির্বাচন সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের বার্তা সংস্থা বাসসকে এসব তথ্য জানান।
তিনি জানান, প্রথম দিনের মতো বৃহস্পতিবারও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে।
গতকালের মতো আজ সকাল ১০টা থেকে দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আজ ভোট গণনা করে ফলও ঘোষণা করা হবে।
ভোটগ্রহণের জন্য নির্বাচন উপকমিটি সুপ্রিম কোর্ট ভবনের অডিটোরিয়ামে ৫০টি বুথ স্থাপন করেছে। এ নির্বাচনে ভোটারের সংখ্যা সাত হাজার ৮৮৩ জন।