মুন্সীগঞ্জ শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ‘আটক রাসেলের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ১৩টি মামলা রয়েছে ও সুজন শেখের বিরুদ্ধে মামলা রয়েছে তিনটি। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।’
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
উপজেলার বাইপাস এলাকা থেকে মঙ্গলবার সকালে দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন ২৯ বছর বয়সী রাসেল হাওলাদার ও ২৮ বছর বয়সী সুজন শেখ। তাদের বাড়ি উপজেলা পূর্ব বাঘড়া গ্রামে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
মুন্সীগঞ্জ শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আটক রাসেলের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ১৩টি মামলা রয়েছে ও সুজন শেখের বিরুদ্ধে মামলা রয়েছে তিনটি। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হবে।’