মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, সকালে স্থানীয়রা সড়কের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ মহাদেবপুরে সড়কের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার রাইগাঁ-পত্নীতলা সড়কের বিষ্ণুপুর মোড়ের পাশে শনিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাণ হারানো ৪৫ বছর বয়সী মন্টু হোসেন মহাদেবপুর উপজেলার জোয়ানপুর গ্রামের রকিব উদ্দিনের ছেলে।
মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, সকালে স্থানীয়রা সড়কের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, সুরতহালের সময় মন্টুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, যার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।