রাজশাহী বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে আদালতে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী আদালতে দুপক্ষের মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর জের ধরে নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়।
রাজশাহী নগরের রাজপাড়া থানার ওসি রুহুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সারা দিন ভোটগ্রহণ শেষে রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগপন্থি আইনজীবী ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মারামারি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন কমিশন (ইসি) ভোটের ফলাফল স্থগিত করে। ভোটের সব ব্যালট সিলগালা করে ট্রেজারি ভবনে রাখা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী আসলাম সরকার বলেন, নির্বাচন ফলাফল নিয়ে প্রশ্ন ওঠায় ফলাফল স্থগিত করা হয়েছে।