বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আগুন নিঃস্ব করল নিঃসঙ্গ বৃদ্ধ চা শ্রমিককে

  • প্রতিনিধি, মৌলভীবাজার   
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ২০:১৭

কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জয়নাল আবেদীন বলেন, ‘আগুনের খবর শুনেছি। আগুনে পুড়ে যাওয়া পরিবারকে সহযোগিতা করা হবে।’

‘আগুনে পুড়ে আমার সব শেষ অইয়া গেছে, পড়নে শুধু কাপড় আছে, বাকি আর কিছু থাকল না। আমার টাকা, সোনা, ধান, চাল, আলমারি,পালং, কাপড় ছোপড়সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’

বারবার এই কথাগুলো বলে কান্না করছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের কালী মন্দীর সড়কের দক্ষিণ পাড়ার ৬৫ বছর বয়সী মহেশীয়া রাজভড়। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তার সব সম্বল।

মহেশীয়ার পাশে দাঁড়িয়ে শতাধিক চা শ্রমিক তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। মহেশীয়াও মাধবপুর চা বাগানের চা শ্রমিকের কাজ করেন। তিনি অবিবাহিত, একাই বসবাস করতেন ঘরে। বসতঘরসহ আগুনে তার দুটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

মহেশীয়া রাজভড়ের দাবি, আগুনে পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনলেও পড়ে গণমাধ্যম কর্মীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিটের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন কমলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা।

মহেশীয়া রাজভড় বলেন, আমি ঘরে একা থাকি। আমার কেউ নাই। ভাইয়ের একটা মেয়েকে লালন পালন করছি পালক হিসেবে। সেও আজ বাড়িতে নাই। একা ঘরে রান্না করছিলাম। হঠাৎ দেখি ঘরের মাঝে বৈদ্যুতিক মেইন সুইচে আগুন লাগলো। আমি সাথে সাথে ঘর থেকে বের হইয়া যাই। পরে মুহূর্তে আগুন পুরো ঘরে লাগে।

তিনি বলেন, ‘মানুষে আমার আগুন নিবায় আবার দমকল বাহিনী আইয়াও নিবাইছে। আগুনে আমার কিছু রাখলো না সব শেষ হই গেছে। আমার টাকা, সোনা, ধান, চাল, আলমারি,পালং, কাপড় ছোপড়সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমি তো শ্রমিক মানুষ। কত কষ্ট করে এগুলো করলাম এখন এক পলকেই সব শেষ। প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

স্থানীয় প্যানেল চেয়ারম্যান শীব নারায়ণ শীল ও ইউপি সদস্য নারায়ন রাজভর বলেন, ‘আমরা বাগান ও ইউনিয়ন পরিষদ থেকে সাহায্য করবো। এ ছাড়াও উপজেলা প্রশাসন থেকে সাহায্যের জন্য আবেদন করা হবে।’

কমলগঞ্জ ফায়ার স্টেশন অফিসার ফারুক আহমেদ বলেন, ‘আমরা স্থানীয় গণমাধ্যম কর্মী সালাহউদ্দিন শুভ ভাইয়ে কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে প্রায় ৩০ মিনিটের চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। বৈদ্যুতিক শটসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জয়নাল আবেদীন বলেন, ‘আগুনের খবর শুনেছি। আগুনে পুড়ে যাওয়া পরিবারকে সহযোগিতা করা হবে।’

এ বিভাগের আরো খবর