মুন্সীগঞ্জের সিরাজদিখানে রোববার দুই শিশু সন্তানসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামের একটি ঘর থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, ঋণের চাপ সইতে না পেরে রোববার সকালের কোনো এক সময়ে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন ওই নারী।
প্রাণ হারানো তিনজন হলো ৩৩ বছর বয়সী সায়মা বেগম ও তার ১১ বছরের মেয়ে ছাইমুনা ও সাত বছরের ছেলে তাওহীদ।
সায়মার স্বামী আলী মিয়া সৌদি আরব প্রবাসী।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বসতঘর থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, ঋণের চাপে প্রথমে দুই সন্তানকে বিষ পান করিয়ে মৃত্যু নিশ্চিত করে মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।