বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিলখানা ট্র্যাজেডি: বিচার দ্রুত শেষ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৩৯

বিডিআর বিদ্রোহ মামলার বিচার নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যা কিছুই হোক, এটা যেন অতি দ্রুতই হয়। আমরাও সেটাই আশা করি। কবে শেষ হবে, এটা বিচারকরাই জানেন।’

রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে নৃশংস হত্যার ঘটনা হওয়া দুটি মামলার বিচারকাজ দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিডিআর বিদ্রোহের ১৫তম বার্ষিকীর দিন রোববার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের কাছে এ আশার কথা জানান তিনি।

পিলখানায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ চলাকালে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়।

২০১৩ সালের ৫ নভেম্বর এ হত্যা মামলার রায় হয়। তাতে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

মামলায় ২৭৮ জনকে খালাস দেয়া হয়। এ বিষয়ে আপিল সর্বোচ্চ আদালতে শুনানির অপেক্ষায়।

আদালত সংশ্লিষ্টরা জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় হওয়া দুটি মামলার মধ্যে হত্যা মামলায় মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ১৮৪ জনের আপিল এখন দেশের সর্বোচ্চ আদালতে শুনানির অপেক্ষায়। আর বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় চলছে সাক্ষ্যগ্রহণ।

বিডিআর বিদ্রোহ মামলার বিচার নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যা কিছুই হোক, এটা যেন অতি দ্রুতই হয়। আমরাও সেটাই আশা করি। কবে শেষ হবে, এটা বিচারকরাই জানেন।

‘আমাদের মাননীয় কোর্ট থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটাই ফাইনাল সিদ্ধান্ত। সেখানে আমরা কিছু…আপনারা জানেন আমাদের কোর্ট স্বাধীন। কাজেই তারা তাদের ইয়ে অনুযায়ী একটা ন্যায্য বিচার করবে, এটাই আমাদের প্রত্যাশা।’

বিডিআর বিদ্রোহ মামলার বিচারে দীর্ঘসূত্রতার কারণ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটাতে কারও গাফিলতি নাই। আমি আপনাকে আগেই বলেছি, একটা বিরাট ধরনের একটা কার্নেজ (হত্যাকাণ্ড) ছিল। সেগুলো সবগুলো এখানে সঠিকভাবে তদন্ত শেষে এবং বেশ ধরনের একটা বিচারকার্য ছিল। এ সবগুলো একটু সময় নিয়েছে। আমার মনে হয় শিগগিরই এটা শেষ হবে।’

এ বিভাগের আরো খবর