স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বরিশাল বিভাগীয় সম্মেলন এবং ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
হাসপাতালের সামনে বৃহস্পতিবার রাতে ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ মিছিল করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাচিপের ‘পকেট কমিটি’ মানি না স্লোগান দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ইন্টার্ন হল থেকে মিছিল শুরু করে। বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আসে। পরে তারা হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে স্বাচিপের সম্মেলন ও কমিটি নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সড়কে ২০ মিনিট অবস্থান করে কলেজের জরুরি বিভাগের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ করেন।
মিছিলে ৫০ থেকে ৬০ জন ইন্টার্ন চিকিৎসক এবং মেডিক্যালের ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ইমরান হোসাইন বলেন, ‘১৯৯৮ সালে স্বাচিপের বরিশালের কমিটি গঠন করা হয়েছে। এরপর থেকে কোনো কমিটি হয়নি। কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৫ ফেব্রুয়ারি সম্মেলন আহ্বান করা হয়েছে।
‘এ উদ্যোগের খবর জানতে পেরে আমরা উজ্জীবিত হয়েছি, কিন্তু শুনতে পাচ্ছি সম্মেলনের নামে পকেট কমিটি গঠন করা হবে। এতে বিএনপি-জামায়াতের লোকজনকেও রাখা হবে।’
ডা. ইমরান বলেন, ‘আমরা চাই ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের নিয়ে কমিটি গঠন করা হোক। যারা দুর্দিনে সংগঠনের হাল ধরেছিল।’
ডা. আরিফুজ্জামান বলেন, ‘২৬ বছর পর বরিশালে স্বাচিপের কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে, তবে সেই ২৬ বছর আগে যারা কমিটিতে ছিল, তারাই জামায়াত-বিএনপির লোকজন নিয়ে ছাত্রলীগের সহযোদ্ধাদের বঞ্চিত করে কমিটি গঠনের পাঁয়তারা করছে। এই ধরনের ঘটনা ঘটলে আমরা কঠোরতর আন্দোলনে যাব।’
স্বাচিপের বরিশাল জেলা কমিটির সভাপতি ডা. কামরুল হাসান সেলিম সাংবাদিকদের জানান, বরিশাল ক্লাব মিলনায়তনে ২৫ ফেব্রুয়ারি স্বাচিপের বিভাগীয় সম্মেলন হবে। এতে স্বাচিপের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
তিনি জানান, সম্মেলনে বিভাগের ছয় জেলা ও বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ইউনিট কমিটি গঠন নিয়ে আলোচনা হবে। কমিটি গঠন হবে কি না, সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতারা নেবেন।