টাঙ্গাইলের কালিহাতীতে সম্পত্তির জন্য ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাইসহ দুজনকে আটক করেছে জেলা পিবিআই পুলিশ।
গাজীপুর থেকে শনিবার রাতে সোহেল ও দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার দগরবাড়ি গ্রামের পরেশ চন্দ্র শীলকে আটক করা হয়।
কালিাহাতী থানার পারখী বিল থেকে ১২ ফেব্রুয়ারি সোমবার মুকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারপর থেকে ছায়া তদন্তে নামে পিবিআই।
টাঙ্গাইল পিবিআই পুলিশের কার্যালয় থেকে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি মোহাম্মদ সিরাজ।
তিনি জানান, ২৭ জানুয়ারি মুকুলের বড় ভাই সোহেল ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার হতে একটি কোদাল ও কোদালের আছারি ক্রয় করেন। এরপর মুকুলকে ফোন করে জরুরি প্রয়োজন আছে বলে ডাক দেন। পরে সোহেল তার গলায় থাকা মাফলার দিয়ে মুকুলকে হত্যা করে। এরপর মুকুলকে মাটিতে পুঁতে রাখেন।
এ ঘটনার পর থেকে সোহেল পলাতক ছিলেন বলে জানয় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আনসারী বলেন, পারিবারিক সম্পত্তির জন্য বন্ধু পরেশকে ১৬ হাজার টাকায় ভাড়া করে মুকুলকে হত্যা করে ছোট ভাই মুকুলকে হত্যা করে বড় ভাই সোহেল।
মুকুল হত্যা মামলার বাদী তার স্ত্রী লিমা আক্তার বলেন, ‘আমি এই আসামিদের কঠিন বিচার দাবি করছি। সম্পত্তির দরকার ছিল বলতো, সম্পত্তি লিখে দিতাম। সে হত্যা কেন করল? আমার স্বামী হত্যার বিচার চাই।’