প্রকৃতিতে এখন বসন্তের আমেজ, কিন্তু এরই মধ্যে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন স্থান।
সপ্তাহ ধরে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছিল। ছিল না কুয়াশা ও শীতের প্রকোপ, তবে গত দুদিন ধরে অনুভূত হচ্ছে হালকা শীত।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিস জানায়, রোববার সকালে জেলার তাপমাত্রা গতকালের তুলনায় প্রায় ৪ ডিগ্রি কমে ১০ দশমিক ৭ ডিগ্রিতে নেমেছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
তেঁতুলিয়ার আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবহাওয়ার পরিবর্তনের কারণে এ জেলায় শীতের পরিধি অনেক বেশি। গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ৯ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। জেলায় বৃষ্টিপাতের সম্ভবনাও রয়েছে।
সরেজমিনে দেখা যায়, রোববার সকালে প্রতিটি যানবাহনের হেড লাইট জ্বালানো, ২০ গজ দূর থেকেও দেখা যাচ্ছে না রাস্তার ওপর চলতে থাকা ট্রাকের হেড লাইট। গাড়ি চলছে ধীরগতিতে।
স্থানীয়রা জানান, দিনের বেলা বেশ গরম থাকলেও সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। বিকেল থেকেই শুরু হয় হিমেল বাতাস। আর রাতের বেলা কুয়াশায় ঢেকে যায় সবকিছু। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশা ঘিরে রাখে কয়েক ঘণ্টা।