জাতীয় সংসদে সংরক্ষিত আসনে চট্টগ্রাম থেকে এমপি হতে চান ৭৪ জন নারী। রাজনীতিক, রাজনৈতিক পরিবারের স্ত্রী, সন্তান ও নানা পেশার নারীরা ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা এসব নারীর মধ্যে তৃতীয় লিঙ্গেরও একজন রয়েছেন।
একাদশ সংসদে সংরক্ষিত আসনে চট্টগ্রাম থেকে দুজন নারী এমপি ছিলেন। এবার একজন বেড়ে সংখ্যাটা তিনজনে দাঁড়াতে পারে বলে সূত্রে খবর। আর এই আসনগুলো বাগাতে ফরম সংগ্রহকারীরা ঢাকায় অবস্থান করে দৌড়ঝাঁপ করছেন। তারা ধরনা দিচ্ছেন আওয়ামী লীগের নীতিনির্ধারক মন্ত্রী-নেতাদের কাছে।
এসব মনোনয়ন প্রত্যাশীর মধ্যে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সপক্ষের জনপ্রতিনিধি, আইনজীবীসহ সামাজিক ও মানবাধিকার সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে এবং জাতীয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন এমন নারীর সংখ্যাই বেশি।
দলীয় জানা গেছে, পর পর দুবার নারী এমপি হিসেবে মনোনয়ন পেয়েছিলেন ওয়াশিকা আয়েশা খান। তিনি প্রয়াত বর্ষীয়াণ নেতা আতাউর রহমান খান কায়সারের মেয়ে। একাদশ সংসদে জ্বালানি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতিও ছিলেন তিনি। আরেকজন খাদিজাতুল আনোয়ার সনি এবার ফটিকছড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করা হয়। এ সময়কালে চট্টগ্রামের ৭৪ জন নারী ফরম সংগ্রহ করেন।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মঙ্গলবার প্রথম দিন চট্টগ্রামের ৩৭জন, বুধবার ২৪ জন ও বৃহস্পতিবার ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
অন্যান্য বারের চেয়ে এবার সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সালাউদ্দিন সাকিব।
প্রথম দিন যারা মনোনয়ন ফরম নিয়েছেন তারা হলেন- চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীলু নাগ, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা সায়েরা বানু রৌশনী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী, ডবলমুরিং আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত ডা. আফছারুল আমীনের স্ত্রী ডা. কামরুন নেছা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খালেদা আক্তার চৌধুরী, প্যানেল মেয়র ও কাউন্সিলর আফরোজা জহুর, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, সাবেক সংসদ সদস্য মঈনুদ্দীন বাদলের স্ত্রী সেলিনা খান, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি প্রয়াত মোছলেম উদ্দিন আহমেদের বড় মেয়ে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজি শারমিন সুমি, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মেয়ে রাওকাতুন নুর, মেহ-ই জাবীন, সৈয়দা সাহেদা সুলতানা, মমতাজ খান, উম্মে হাবিবা, ইয়াছমিন সুলতানা, বিলকিস আকতার চৌধুরী, ফারহানা জাবেদ, রোকসানা পারভীন, জেসমিন পারভীন, রিক্তা বড়ুয়া, জেসমিন প্রেমা, সাবেক কাউন্সিলর রেহানা বেগম রানু, রেহেনা আকতার, জান্নাতুন নূর তানিয়া, ফেরদৌসি আলী রুবী, হেমন্তি শুক্লা মল্লিক, পাপড়ি সুলতানা চৌধুরী ও জীবন আরা বেগম।
দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমানা নাসরীন, সৈয়দা রাজিয়া মোস্তাফা, কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, সাহেলা আবেদীন রীমা, তাহমিনা হক শিরিন, অধ্যাপিকা ববি বড়ুয়া, কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, রেহেনা বেগম চৌধুরী, ফারজানা আফসার, উম্মে কুলসুম, সালেহা কাদের, জুবাইদা ছরওয়ার চৌধুরী নীপা, রেখা আলম চৌধুরী, আবিদা আজাদ, শাহিদা আকতার জাহান, জাহেদা বেগম পপি, শামীম আরা লিপি, ফাতেমা বেগম, নাজমা আক্তার, ফারিহা আকবর রিয়া, সিদরাতুল মুনতাহা তৃনা, ববিতা বড়ুয়া ও তৃপ্তি রানী বড়ুয়া।
তৃতীয় দিনে তৃতীয় লিঙ্গের মনা প্রকাশ ফাল্গুনীসহ মোট ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- চেমন আরা বেগম, চসিকের কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি, সাংবাদিক শাহীন আরা বেগম (ডেইজী মউদুদ), মনা প্রকাশ ফাল্গুনী হিজড়া, জেরিন তাসলিম চৌধুরী, নাসরিন আক্তার, সৈয়দা তাহমিনা সুলতানা, দিপ্তী দাশ, বিনা চৌধুরী, বিবি মরিয়ম, রেহেনা আক্তার, রোকসানা আলম ও তাহেরা মেহের।
চট্টগ্রাম থেকে এবার কারা হচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি তা নিয়ে সর্ মহলে চলছে ব্যাপক আলোচনা। গত নবম, দশম ও একাদশ সংসদে চট্টগ্রাম থেকে দু’জন করে সংরক্ষিত আসনে এমপি ছিলেন। এবার সেই সংখ্যা বেড়ে তিনজন হতে পারে বলে নানাভাবে আলোচনা হচ্ছে।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, ‘মনোনয়ন ফরম নেয়ার অধিকার সবার আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমরা তার সঙ্গেই আছি। সংরক্ষিত আসনে যোগ্যরাই মনোনয়ন পাবেন।’