বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় পাঁচ শতাধিক কলাগাছ কেটে জমি দখলের অভিযোগ

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:০৭

অভিযোগের বিষয়ে মকবুল বলেন, ‘জায়গা আমি বিক্রি করতে চাইনি। তিনি জোর করে কিনে নিতে চান। আমার জায়গায় গাছ, তাই আমি কেটেছি।’

কুমিল্লার দেবিদ্বারে এক ইউপি চেয়ারম্যানের বায়না করা ৫২ শতক জমির পাঁচ শতাধিক কলাগাছ কেটে নিয়ে জমির চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উপজেলার ধামতী ইউনিয়নের দুয়ারিয়া এলাকায় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর ছোট ভাই সোহরাব হোসেন বাদি হয়ে একই এলাকার হুমায়ুন কবির, মকবুল হোসেন, আলামিন বাশার ও আল আমিনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন।

সোহরাব হোসেন বলেন, ‘আমার বড় ভাই ধামতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গত ২০২২ সালের ২২ জুন দুয়ারিয়া এলাকায় ৫২ শতক জায়গা হুমায়ুন কবির ও মকবুল হোসেনের কাছ থেকে কেনার জন্য বায়নাপত্র করে এবং সম্পত্তির মূল্য বাবদ ৪৩ লাখ টাকার চেক তাদের প্রদান করেন। তারা পরে টাকা বুঝে নিয়ে আমাদের জায়গা ভোগ দখল বুঝাইয়া দিলে আমরা গত দুই বছর ধরে সেখানে কলার বাগান করি।

‘আমরা বহুবার তাদের সম্পত্তিটি রেজিস্ট্রি করে দিতে বললেও মকবুল হোসেন প্রবাসে থাকার বাহানা দিয়ে তারা আমার ভাইয়ের নামে উক্ত সম্পত্তিটি রেজিস্ট্রি করে দেয়নি না।’

সোহরাব বলেন, ‘গত ৫ ফেব্রুয়ারি বিকেলে হুমায়ুন কবির ও মকবুল হোসেনের নেতৃত্বে আলামিন বাশার ও আলামিনসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমাদের বায়নাকৃত জমিতে এসে সেখানে থাকা প্রায় ৫০০টির বেশি কলাগাছ কেটে পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন করে।

‘তারা জমির চারপাশে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করছে। আমরা এ বিষয়ে থানা পুলিশের কাছে অভিযোগ করেছি।’

অভিযোগের বিষয়ে মকবুল বলেন, ‘জায়গা আমি বিক্রি করতে চাইনি। তিনি জোর করে কিনে নিতে চান।

কলাগাছ কাটার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জায়গায় গাছ, তাই আমি কেটেছি।’

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, তারা একটি অভিযোগ পেয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

এ বিভাগের আরো খবর