ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত করেছে দেশের নাগরিকরা।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সম্প্রতি বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশি জনগণের ভোটে নির্বাচিত হয়নি। বরং বিদেশি শক্তির দ্বারা প্রতিষ্ঠিত।’
বিদেশি শক্তি বলতে বিশেষত ভারত, চীন ও রাশিয়ার নাম উল্লেখ করেন তিনি।
গয়েশ্বর রায়ের ওই বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার অভিযোগটি প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় রুশ দূতাবাস। সূত্র: ইউএনবি
রাশিয়ার রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ‘গত জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক ৪১ শতাংশ ভোটার অংশগ্রহণ করেন। রাশিয়া সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বজায় রাখে।’
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘আমি যেটা বুঝি, এই নির্বাচনে আপনাদের জনগণের বাছাই ছিল। কর্মকর্তারা বলেছেন, ৪১ দশমিক ৮০ শতাংশ মানুষ এবার ভোট দিয়েছে। তাদের অধিকাংশ ভোট দিয়েছে আওয়ামী লীগকে।
‘রাশিয়া কী করেছে? আমরা কোনো দেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করি না, বিশেষ করে বাংলাদেশের মতো বন্ধু দেশে। এটা এক ধরনের বিভ্রান্তিকর তথ্য বা মিথ্যা তথ্য। এগুলো বিশ্বাস করবেন না।’