কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। সীমান্তবর্তী জেলা হওয়ায় উত্তরীয় হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনপদ। আবহাওয়ার এমন পরিস্থিতিতে শ্রমজীবী মানুষ পড়েছেন ভোগান্তিতে।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি পর্যবেক্ষণাগার ও আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রামের হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘শীতের সঙ্গে প্রচুর ঠান্ডা বাতাস, এ বছর শীতের চিত্রটা ভিন্ন। আজও সেই কুয়াশা পড়ছে। চারিদিক ঢেকে গেছে, আমরা বয়স্ক মানুষ আমাদের হাঁটতে-চলতে খুব সমস্যা হয়।’
ধরলা নদীর পাড়ের মোস্তাক মিয়া বলেন, ‘ঠান্ডায় কাজ করা খুব কষ্ট হইছে। হাত-পা বরফ হয়ে যাচ্ছে। এই অবস্থা ইট-বালু-সিমেন্টের কাজ করি। কী করব কাজ না করলে তো আর সংসার চলবে না।’
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরও দুই-চারদিন অব্যাহত থাকতে পারে।