বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় কাচ্চি ডাইনকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ২৩ জানুয়ারি, ২০২৪ ১২:০৪

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কেএম হানিফ বলেন, ‘আমরা দুবার সতর্ক করার পরও তারা শোনেনি। শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে হলো।’

বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বোতলজাতকরণ ও গুণগতমান যাচাই না করে টিস্যুবক্স তৈরি করে বিক্রি করার অভিযোগে কুমিল্লার কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নগরীর বাদুড়তলায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযান পরিচালনার সময় সোমবার বিকেলে এ জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা যায়, শুরুর দিক থেকেই নিজেদের মোড়কে ফিরনি, বোরহানি, বাদামের শরবত বিক্রি এবং টিস্যু ব্যবহার করে আসছিল কাচ্চি ডাইন। গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে কাচ্চি ডাইনকে লিখিতভাবে সতর্ক করা হয়, কিন্তু তারা সতর্ক ছিল না। বিভিন্ন নিয়ম না মানায় ও কিছু পণ্যে বিএসটিআইয়ের অনুমতি না থাকায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ৪১ ধারায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কেএম হানিফ বলেন, ‘আমরা দুবার সতর্ক করার পরও তারা শোনেনি। শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে হলো।’

এ বিভাগের আরো খবর