শীতের দাপট চলছে দেশজুড়ে। রংপুর ও রাজশাহী বিভাগসহ দেশের ২১টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও তা মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। রাতের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
প্রবল শীতে দেশের অধিকাংশ জনপদে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। সোমবার সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছি ও দিনাজপুরে, ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারের টেকনাফে, ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীতেও বেড়েছে শীতের প্রকোপ। সোমবার ঢাকায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সোমবার সন্ধ্যা ৬টার বুলেটিনে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস দিয়ে জানায়- যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ হিসেবে বিস্তার লাভ করতে পারে।
এদিকে ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকা সোমবার ছিল কুয়াশায় ঢাকা। রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলাসহ মোট ২১ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
একযোগে তিনটি স্থানে ছিল এই সর্বনিম্ন তাপমাত্রা- রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছী।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সোমবার সকালে গণমাধ্যমকে বলেন, ‘আজ (সোমবার) ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটা চলতি শীত মৌসুমে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা।’
ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ঘণ্টার ব্যবধানে সোমবার দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। আগের দিন রোববার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি। আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায় উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।